জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী - সারাংশ

আজকে আমরা পড়বো “জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।

জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী - সারাংশ


জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী

জাতিকে শক্তিশালী , শ্রেষ্ঠ , ধন - সম্পদশালী , উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিধারার মতাে সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে । দেশে সরল ও সহজ ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচারকল্পে এ কার্যসিদ্ধ হয় । শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাবে একটি জাতির মানসিক ও পার্থিব অবস্থার পরিবর্তন অপেক্ষাকৃত অল্পসময়ে সংশােধিত হয়ে থাকে । দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার , অন্ধতা ও জড়তা , হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিনয় মহিমােজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে । মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে আর মর্যাদাসম্পন্ন হয় এবং গভীর দৃষ্টিলাভ করে । তারপর বিরাট জাতির বিরাট বিরাট দেহে শক্তি জেগে ওঠে । 

সারাংশ: একটি জাতিকে সার্বিকভাবে সুখী ও সমৃদ্ধশালী করে তুলতে হলে আপামর জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। এর জন্য প্রয়ােজন সহজ ও সরল ভাষায় বিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন লেখকদের মাধ্যমে পুস্তক প্রণয়ন। তাহলেই একটি জাতি কুসংস্কার মুক্ত হয়ে আলােকোজ্জ্বল হয়ে উঠবে।

সারাংশ বিকল্প ১: একটি জাতির উন্নতির প্রথম সােপান শিক্ষা । সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটলেই জাতি সর্বক্ষেত্রে উন্নতি লাভ করে । সেজন্য প্রয়ােজন মাতৃভাষায় সহজ ও সরল ও বােধগম্য বই লেখা । তা হলেই সর্বস্তরের উন্নতি ঘটবে এবং জ্ঞান - বিজ্ঞানের পথ সুগম হবে । দেশপ্রেমিক লেখকেরাই এ গুরুদায়িত্ব পালন করে জাতিকে কুসংস্কার , অন্ধতা , জড়তা ও হীনতা , সংকীর্ণতা থেকে উদ্ধার করতে পারেন ।

সারাংশ বিকল্প ২ : সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়েই কেবল জাতির সঠিক উন্নয়ন সম্ভব। সহজ ও সরল ভাষায় বই লেখা হলে তা জ্ঞান-বিজ্ঞানের পথকে সুগম করতে পারে। এক্ষেত্রে দূরদৃষ্টিসম্পন্ন মহৎ লেখকদের ভ‚মিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁদের লেখনী জাতিকে কুসংস্কার থেকে মহৎ জীবনে ব্রতী করে। এভাবেই জাতির মধ্যে আত্মশক্তির জাগরণ ঘটে এবং আলোকিত সমাজ গঠিত হয়।

সারাংশ বিকল্প ৩: জাতিকে সবদিক থেকে উন্নত করতে হলে সকল শ্রেণির জনগণের মাঝে শিক্ষার প্রচলন প্রয়ােজন। উপযুক্ত শিক্ষা বিস্তারের জন্যে সহজ-সরল ভাষায় বই লিখতে হবে। তবেই জাতি মহৎ গুণের অধিকারী হয়ে ওঠে‌।


আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে  সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.