অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে - সারাংশ

আজকে আমরা পড়বো “অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।

অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে - সারাংশ

অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে

অতীতকে ভুলে যাও , অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে অনেক বােকাই মরেছে । আগামীকালের বােঝা অতীতের বােঝার সাথে মিলে আজকের বােঝা সবচেয়ে বড় হয়ে দুাঁড়ায় । ভবিষ্যৎকেও অতীতের মতাে দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও । আজই তাে ভবিষ্যৎ , কাল বলে কিছু নেই । মানুষের মুক্তির দিন তাে আজই । আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভােগে শক্তিহীনতায় , মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায় । অতএব অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও আর শুরু করাে দৈনিক জীবন নিয়ে বাঁচতে।

সারাংশ : অতীত ও ভবিষ্যতের কথা বেশি ভাবলে বিভকালাই বাজে । অতীতের ব্যর্থতার দুশ্চিন্তা আর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে বসে থাকলে বর্তমানও ব্যর্থতায় পর্যবসিত হয় । সবচেয়ে বেশি দরকার বর্তমানকে সঠিকভাবে কাজে লাগানাে , তাহলেই ভবিষ্যৎ হবে সুন্দর । বস্তুত কার্যকর বর্তমানই গড়ে তােলে সম্ভাবনাময় ভবিষ্যৎ ।

সারাংশ বিকল্প ১ : অতীতের ব্যর্থতার জন্য আফসোস করে বর্তমানকে নষ্ট করা উচিত নয়। বরং বর্তমানকেই গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। কারণ, আজকের সাধনাই সম্ভাবনাময় ভবিষ্যৎকে বিনির্মাণ করবে। কারণ হতাশা জীবন শক্তিকে নিঃশেষিত করে।

সারাংশ বিকল্প ২: বর্তমানই জীবনের শ্রেষ্ঠ সময়। অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করার মতাে বােকামি আর হয় না। বর্তমানের কর্ম দিয়েই মানবজীবনের মুক্তি আসে। তাই অতীত আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা না করে বর্তমান। সময়কে কাজে খাটিয়ে জীবনকে সার্থক করে তুলতে হবে।

সারাংশ বিকল্প ৩: অতীত ও ভবিষ্যতের কথা ভেবে যারা জীবন কাটায়, তারা নির্বোধ ; তারা নানা দুশ্চিন্তায় ভোগে। বর্তমানকেই আমাদের কাজে লাগাতে হবে। বর্তমানের মাঝেই রয়েছে মানুষের সমৃদ্ধি ও মুক্তি । তাই অতীত ও ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকেই সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত।

সারাংশ বিকল্প ৪: মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো বর্তমান। অতীত এবং ভবিষ্যতের ভাবনা মানুষের জীবনে কোনো সুফল বয়ে আনে না। বরং তা মানুষকে শক্তিহীন, দুশ্চিন্তাগ্রস্ত এবং স্নায়ুবিকভাবে দুর্বল করে তোলে। তাই জীবনকে সফল করে তুলতে হলে অতীত ও ভবিষ্যতের চিন্তা ঝেড়ে ফেলে বর্তমানকে গুরুত্ব দিতে হবে।

আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে  সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.